দেশলাই কাঠি_

দেশলাই কাঠি______

(ফাতেমা নিশি)

আমি হলাম জ্বলন্ত কাঠি। মস্ত মস্ত বাড়ি-ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছি। কতো মানুষকে বাড়ি ছাড়া করেছি আমি। ফসলা জমি কেরে নিয়ে মরুভূমিতে রুপান্তর করে দিয়েছি। কতো মানুষ অনাহারে দিন কাটিয়েছে। কতো মানুষের কান্নার কারন হয়েছি আমি। আমি হলাম জ্বলন্ত কাঠি। আমার আছে অসীম শক্তি। আমি শুনেছি তোমাদের আর্তনাদ। কতো মানুষ চিৎকার করে বলেছে বাঁচাও বাঁচাও তোমাদের হাহাকার আমরা এখনো শুনতে পাই। শুনতে পাই সেই ধ্বনি। আমাকে অবহেলা করায় - তোমরা আমাকে না নিভিয়ে ছুরে ফেলে দিয়েছো। জ্বালিয়ে দিয়েছি কতো মাঠ-ঘাট দাবালনের মতো পুরিয়ে ছাই করে দিয়েছি সব কিছু। তোমরা কি আজ ও আমায় অবহেলা করবে। আমি হলাম জ্বলন্ত শিখা। নিমিষেই সব ছাই করে দিতে পারি।


মন্তব্যসমূহ