_______ফাতেমা নিশি 

আলো আধারের খেলায়। 

বিষন্নতায় ডুবে যাচ্চি প্রতিনিয়তো।

কে ও তো ছিলো তার, 

 হাসির কারন হয়ে। 

ছিলো শহর জুড়ে। 


তাকে নিয়ে লেখা কাব্য গুলো ও 

ছন্দে হারায় প্রতিনিয়ত।


কিছু কাব্য না হয় গল্প হয়েই থাকুক।

কিছু না হয় থাকুক হৃদয়ে।

মন্তব্যসমূহ